রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৭শে জুন সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, নির্মল চক্রবর্তী ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া, ঘাটে দালালের দৌরাত্ম্য, ফেরীর টিকেটে অতিরিক্ত অর্থ আদায়, স্কুল-কলেজের আশপাশে বখাটে যুবকদের আড্ডা, নদীতে চায়না দুয়ারী দিয়ে মাছ শিকার, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, মহাসড়কে খোলা ট্রাকে মাটি-বালু পরিবহন, বেপরোয়া মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ আইন-শৃঙ্খলা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।