ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির রাজবাড়ী সদর উপজেলা শাখার কমিটি গঠন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৬-২৮ ১৬:১৪:৩১

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির রাজবাড়ী সদর উপজেলা শাখার আংশিক কমিটি গঠিত হয়েছে।
  গতকাল ২৮শে জুন সকালে রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
  সমিতির জেলা ও সদর উপজেলা শাখার আহ্বায়ক এস.এম.এ মান্নানের সভাপতিত্বে এবং সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় সমিতির জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক গাউসুল আজম, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি কেসমত আলীসহ সদর উপজেলার ৫৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (২০১৩ সালে জাতীয়করণকৃত) প্রায় ২শত শিক্ষক উপস্থিত ছিলেন। 
  সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সমিতির সদর উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সুলতানপুর ইউনিয়নের পারশাইলকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানকে সভাপতি এবং মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ছবদুল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তারা যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 
  এছাড়াও সভায় ২০১৩ সালে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের টাইমস্কেল ও ৫০% চাকুরীকাল গণনার মামলা এবং প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অন্যান্য প্রাপ্য কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা করা হয়।  

 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ