ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
কালুখালী উপজেলা শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
  • ফজলুল হক/মোখলেছুর রহমান
  • ২০২২-০৬-২৮ ১৬:১৯:২৬

 বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালুখালী উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ২৮শে জুন রতনদিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট গ্রহণের পর গণনা শেষে বিকালে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সম্পাদক নজরুল ইসলাম, ইমরান হোসেন, রবিউল আলম, নিজাম উদ্দিন মজুমদার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাইনুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক সাজেদুল হক বাবুল, সদস্য শাহাবুউদ্দিন, রাজবাড়ী জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান মোল্লা, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি বাবর আলী, কালুখালীর খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  নির্বাচনে সভাপতি পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুর্শিদুর রহমান ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ১১৭ ভোট পান। অপর ২জন প্রার্থীর মধ্যে ফিরোজ হায়দার ১০৬ ভোট ও নজরুল ইসলাম ৬০ ভোট পান। 
  অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আখরজানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুজ্জামান গগন ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর হোসেন পান ১৩৭ ভোট। অপর প্রার্থী এস.এম ওবায়দুর রহমান ৩৩ ভোট পান। নির্বাচনে ৪৩৬ জন ভোটারের মধ্যে ৪০২ জন ভোট দেন। 
  উল্লেখ্য, ৪ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে অপর ৪৯টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।  

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ