ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
কালুখালীতে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন
  • মোখলেছুর রহমান
  • ২০২২-০৬-২৮ ১৬:৩০:২১

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে গতকাল ২৮শে জুন সকালে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। 
  কালুখালী বাজার সংলগ্ন রেলগেট মোড়ে রতনদিয়া ইউনিয়নের ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, ট্যাগ অফিসার হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, রতনদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত, ইউপি সদস্য মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষ্যে রতনদিয়া ইউনিয়নের ১ হাজার ৭৫৯ জনসহ কালুখালী উপজেলার মোট ৮ হাজার ৭৭ জন ফ্যামিলি কার্ডধারীর মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। ৪০৫ টাকার প্রতি প্যাকেজে ১১০ টাকা লিটার দরে ২ লিটার করে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি করে মসুর ডাল ও ৫৫ টাকা দরে ১ কেজি করে চিনি বিক্রি করা হবে।    

 

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ