ঢাকা শনিবার, এপ্রিল ২০, ২০২৪
পাংশায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৭-০১ ১৬:৩৬:৪৬
পাংশায় গতকাল শুক্রবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১লা জুলাই বিকেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় পাংশা আদি মহাশ্মশান চত্বর থেকে শুরু করে পাংশা শহরের প্রধান সড়ক হয়ে পাংশা পুরাতন বাজার শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে বিকেল পৌনে সাতটার দিকে রথযাত্রা শেষ করা হয়। রথযাত্রা উপলক্ষে মন্দিরে পূজার আয়োজন করা হয়।
  জানা যায়, রথযাত্রা উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী-পুরুষ শতশত ভক্তবৃন্দ পাংশা আদি মহাশ্মশানে সমবেত হয়। বিকেল সাড়ে পাঁচটায় পূজার আনুষ্ঠানিকতা শেষ করে বিশাল রশি টেনে রথযাত্রা শুরু হয়।
  এ সময় পাংশা আদি মহাশ্মাশান কমিটির সাবেক সভাপতি অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা রথযাত্রা উৎসব কমিটির সভাপতি, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস সাগর, রথযাত্রা কমিটির সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটি ও পাংশা পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দীপক কুমার কুন্ডু, পাংশা আদি মহাশ্মশান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তপন রায়, পাংশা উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব, পাংশা রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ও পাংশা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পাংশা  উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, প্রফুল্ল কুমার দে, সুনীল বিশ্বাস, নিতাই দত্ত, চন্ডীচরণ ঘোষ, লিটন কুমার বিশ্বাস, গৌতম বসাক, মহনলাল আগরওয়ালা, হিমাংশু কুন্ডু রকেটসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। রথযাত্রা উৎসব উপলক্ষে পাংশা আদি মহাশ্মশানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
  পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম, শ্রীকৃষ্ণ সেবা সংঘ, শ্রী গৌরাঙ্গ সংঘ, পাংশা আদি মহাশ্মশান কমিটি, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও  শিব মন্দিরসহ অন্যান্য সনাতন ধর্মীয় সংগঠন এ রথযাত্রা উৎসবের আয়োজন করে। আগামী ৯ই জুলাই উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হবে।

যারা দুর্নীতি করে, টাকা পয়সা লুটপাট করে আমার যুদ্ধ তাদের বিরুদ্ধে ঃ ব্যারিস্টার সুমন
পাংশা থানা পুলিশের অভিযানে নিখোঁজ দুই শিশু কুমিল্লার হোমনা থেকে উদ্ধার
আলীপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজু’র উঠান বৈঠক
সর্বশেষ সংবাদ