ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
পাংশায় ২ হাজার খামারীর নিকট রয়েছে ১০হাজার কোরবানীর পশু
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৭-০৩ ১৫:১৩:২৬
পাংশা পুরাতন বাজার পশু হাটে গতকাল রবিবার কোরবানীর পশু ক্রেতা-বিক্রেতার একাংশ -মাতৃকণ্ঠ।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় পাংশায় কোরবানীর বিভিন্ন পশু হাট সরগরম হয়ে উঠেছে। 
  গতকাল ৩রা জুলাই বিকেলে পাংশা পুরাতন বাজার পশু হাটে সরেজমিন কোরবানীর পশু ক্রয়ে ক্রেতা সাধারণের উৎসাহভাব লক্ষ্য করা গেছে।
  জানা যায়, পশু হাটে মাঝারি সাইজের দেশী জাতের গরুর প্রতি ক্রেতা সাধারণের আগ্রহ বেশী। ক্রেতা বিক্রেতাদের অনেকেই সামনের হাটগুলোতে যাচাই করে কোরবানির পশু ক্রয় বিক্রয় করবেন বলে জানান। কোরবানির জন্য অনেকেই ব্যক্তিগত ও বাণিজ্যিক খামারে গিয়ে পছন্দসই গরু ক্রয় করছেন।
  পাংশা পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর মন্ডল কোরবানীর পশু ক্রয় বিক্রয়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। 
  তিনি বলেন, সুশৃঙ্খলভাবে বাজারে গরু ছাগল ক্রয় বিক্রয় কার্যক্রম চলছে। আগামী বুধবারেও পাংশা পুরাতন বাজারে পশু হাট বসবে বলে জানান তিনি।
  পাংশা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন জানান, পাংশা উপজেলায় কোরবানির পশুর সংকট নেই। ২হাজার খামারীর নিকট কোরবানির যোগ্য প্রায় ১০ হাজার পশু রয়েছে। এর মধ্যে দেশী জাতের গরু সাড়ে ৬হাজার এবং ছাগল রয়েছে সাড়ে ৩হাজারের মতো। পাংশায় খামারীদের কাছে ২৮-৩০ মন ওজনের কোরবানীর পশু রয়েছে বলেও জানান তিনি।

 

কাল পাংশা উপজেলা পরিষদ নির্বাচন এবার নতুন মুখের প্রত্যাশা ভোটারদের
গড়াই নদীতে জলকেলিতে বালকরা
গোয়ালন্দের জমিদার ব্রিজ কবরস্থানে মাটি কাজ শুরু
সর্বশেষ সংবাদ