ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
গোয়ালন্দের উজানচর ইউপিতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৭-০৩ ১৫:১৫:২৬
গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে গতকাল ৩রা জুলাই বিকালে উজানচর ইউনিয়নের জামতলা বাজারে অপরাধ প্রতিরোধ বিষয়ক বিট পুলিশিং সমাবেশে থানার ওসি স্বপন কুমার মজুমদার বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে গতকাল ৩রা জুলাই বিকালে উজানচর ইউনিয়নের জামতলা বাজারে অপরাধ প্রতিরোধ বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। 
  উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, অন্যান্যের মধ্যে উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, জামতলা বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ডাঃ কোবাদ হোসেন, সংশ্লিষ্ট বিট অফিসার থানার এসআই সোহেল রানা ও সহকারী বিট অফিসার এএসআই শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় স্কুল শিক্ষক বিলায়েত হোসেন বিলু। 
  প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বিট পুলিশিংয়ের গুরুত্ব অপরিসীম। স্থানীয়রা তথ্য দিয়ে সহায়তা করলে বিট পুলিশিং কার্যক্রম আরও ফলপ্রসু হবে। এছাড়াও তিনি গ্রামীণ হাট-বাজারগুলোতে নাইটগার্ড রাখার আহ্বান জানান এবং ঈদ-উল আযহাকে সামনে রেখে গ্রামাঞ্চলে পুলিশী টহল জোরদার করা হবে বলে অবহিত করেন।

গোয়ালন্দের জমিদার ব্রিজ কবরস্থানে মাটি কাজ শুরু
গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোস্তাফা মুন্সীর গণসংযোগ
পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
সর্বশেষ সংবাদ