ঢাকা বুধবার, মে ৮, ২০২৪
কালুখালীর রতনদিয়া বাজারের ৩টি মুদী দোকানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-০৩ ১৫:১৬:০৬
ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ৩রা জুলাই কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের ৩টি মুদী দোকানকে জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের ৩টি মুদী দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ৩রা জুলাই অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 
  এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিধিমালা লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় রতনদিয়া বাজারের সাধন পাল স্টোরকে ২ হাজার টাকা, খলিল স্টোরকে ৩ হাজার টাকা ও মেসার্স পাল স্টোরকে ৩ টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করাসহ ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

পাংশা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ব্রিফিং
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম
বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় ভূক্তভোগীদের অভিযোগ
সর্বশেষ সংবাদ