ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাংশায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের রোভিং সেমিনার
  • শামীম হোসেন
  • ২০২২-০৭-০৩ ১৫:২০:৫০
পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩রা জুলাই কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ৩রা জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ