ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
বালিয়াকান্দি সদর ইউনিয়নের ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৭-০৪ ১৫:৪১:৫৬
বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নে গতকাল ৪ঠা জুলাই ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে।
  গতকাল ৪ঠা জুলাই দিনব্যাপী বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১৬০০ জন ফ্যামিলি কার্ডধারীর মধ্যে টিসিবির সাশ্রয়ী মূল্যের এই পণ্য বিক্রি করা হয়। 
  গতকাল সোমবার সকালে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, টিসিবির ডিলার আঃ মান্নান খান ও ইউপি সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, ফ্যামিলি কার্ডধারী প্রতি ৪০৫ টাকার প্যাকেজে ১১০ টাকা লিটার দরে ২ লিটার করে সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি করে মসুরীর ডাল ও ৫৫ টাকা দরে ১ কেজি করে চিনি বিক্রি করা হয়। 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ