ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ী থানা পুলিশের অভিযানে বিআরটিসি’র বাস থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার-২
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-০৪ ১৫:৪৫:০৫
রাজবাড়ী থানা পুলিশের একটি দল গতকাল ৪ঠা জুলাই সকালে শহরের বড়পুলে বিআরটিসি’র একটি বাস থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী শহরের বড়পুলে বিআরটিসি’র একটি বাস থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ ২জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
  গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৪ঠা জুলাই সকাল সোয়া ৭টার দিকে রাজবাড়ী থানা পুলিশের একটি দল বড়পুলে মোড়ে পঞ্চগর থেকে পটুয়াখালীগামী বিআরটিসি’র বাসটিতে তল্লাশী করে উক্ত ফেন্সিডিল উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করে। 
  গ্রেপ্তারকৃতরা হলো-ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার চাপাতি গ্রামের নূরুল ইসলামের ছেলে হামিদুল ইসলাম(২০) ও একই থানাধীন উত্তর বটিনা গ্রামের নূরু আলীর ছেলে জীবন আলী(২০)। 
  গ্রেপ্তারকৃতরা নিজ নিজ সিটের সামনে নিজেদের হেফাজতে থাকা ব্যাগে করে ফেন্সিডিলগুলো নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ