ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে করোনার সংক্রমণ বাড়ছে॥২দিনে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৯ জনের শনাক্ত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-০৪ ১৫:৪৫:৪৯
পদ্মা সেতু চালু হওয়ায় যানবাহনের চাপ কমে যাওয়ায় ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে কোরবানীর পশুবাহী ট্রাক -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলায় ফের কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। গত ২দিনে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১৯জনের করোনা শনাক্ত হয়েছে।  
  রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ৪ঠা জুলাই জেলায় ৩৮টি নমুনা পরীক্ষার বিপরীতে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৩%। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালের ২২টি নমুনা পরীক্ষার বিপরীতে ৬ জনের, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি নমুনা পরীক্ষার বিপরীতে ২ জনের এবং গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি নমুনা পরীক্ষার বিপরীতে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। 
  অপরদিকে, আগের দিন ৩রা জুলাই জেলায় ৩২টি নমুনা পরীক্ষার বিপরীতে ৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২৮.১%। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালের ২৮টি নমুনা পরীক্ষার বিপরীতে ৭ জনের, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি নমুনা পরীক্ষার বিপরীতে ১জনের এবং বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি নমুনা পরীক্ষার বিপরীতে ১জনের করোনা শনাক্ত হয়। 
  এর আগে গত ২৮শে জুন জেলায় ১৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ৫ জনের (২জন সদরে, ২ জন পাংশায় ও ২ জন গোয়ালন্দে) এবং তার আগের দিন ২৭শে জুন ১৫টি নমুনা পরীক্ষার বিপরীতে ২জনের (১জন সদরে ও ১জন কালুখালীতে) করোনা শনাক্ত হয়।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ