ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশার মৈশালা বাজারের বস আইসক্রীম ফ্যাক্টরীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-০৬ ১৪:৪৩:৪০

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ীর পাংশা পৌরসভার মৈশালা বাজারের বস ডেইরী মিল্ক আইসক্রীম ফ্যাক্টরীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ৬ই জুলাই অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উৎপাদিত আইসক্রীমে নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার ও যথাযথভাবে মোড়ক ব্যবহার না করাসহ বিধি-বিধান লঙ্ঘন করে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। এর পাশাপাশি উৎপাদিত আইসক্রীমে ব্যবহৃত নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিক দ্রব্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

  এছাড়াও অভিযানকালে পাংশা পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ