ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়া ফেনসিডিলসহ ১জন পাচারকারী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৭-০৭ ১৪:৩১:৫৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ৭৪ বোতল ফেনসিডিলসহ নাজমুল বিশ্বাস(২৬) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ডিবি। 

  গতকাল ৭ই জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বরের নেতৃত্বে রাজবাড়ী ডিবি’র একটি টিম দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে একটি হিরো মোটর সাইকেলযোগে ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত নাজমুল বিশ্বাস চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আকুন্দবাড়ীয়া গ্রামের হান্নান বিশ্বাসের ছেলে। 

  এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ