ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার ‘মদিনা ব্র্যান্ডের’ নিম্নমানের চানাচুর ও চিপস উৎপাদনকারী রেজা ফুডস প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৭ই জুলাই অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উৎপাদিত পণ্যে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য ব্যবহার এবং যথাযথভাবে মোড়ক ব্যবহার না করাসহ বিধি-বিধান লঙ্ঘন করে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে রাজবাড়ীর কাঁচা বাজার এলাকার মকিম হোটেল এন্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে আইনের সংশ্লিষ্ট ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী পৌর স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
উল্লেখ্য, বিনোদপুর রেজা ফুডস প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে বিএসটিআই’র সীলযুক্ত বাহারী মোড়কে ‘মদিনা ব্র্যান্ডের’ নিম্নমানের চানাচুর ও চিপস জাতীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেকবার অভিযান চালিয়ে জরিমানা করলেও তাদের ব্যবসা বন্ধ হয়নি।