রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ৮ই জুলাই উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ শোভাযাত্রা, কীর্তন, পবিত্র গীতা থেকে পাঠ, প্রসাদ বিতরণসহ নানা আয়োজন করা হয়। অনেক জায়গায় গ্রামীণ মেলাও বসে। বিকালে বহরপুরের ইলিশকোলের শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে রথযাত্রাটি বের হয়ে বালিয়াকান্দি সদর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর মন্দিরে ভগবানের নাম-কীর্তন পরিবেশন শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।