বালিয়াকান্দি উপজেলার ‘সততা মানব কল্যাণ সংগঠন’-এর বর্ষপূর্তি উপলক্ষ্যে গতকাল ৮ই জুলাই বিকালে চামটা বাজারস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে ফ্রি রক্তের গ্রুপিং নির্ণয় ও ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি শান্তি রাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন ও মধুখালী উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দেবব্রত বিশ্বাসসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।