ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পাংশার কসবামাজাইলে নিম্নমানের ইট দিয়ে চলছে সড়ক নির্মাণ কাজ
  • শামীম হোসেন
  • ২০২২-০৭-১৬ ০৭:৩৫:০৭
পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে নি¤œমানের সামগ্রী দিয়ে চলমান সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। 
  জানা গেছে, পাংশা উপজেলা এলজিইডি’র তত্ত্বাবধানে কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা ব্রীজ থেকে কসবামাজাইল তিন রাস্তার মোড় পর্যন্ত ৪১ লক্ষ ৬৯ হাজার ৭৫৪ টাকা ব্যয়ে ১হাজার ১৫ মিটার সড়ক নির্মাণের কাজ পায় মেসার্স হাসিব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তাদের কাছ থেকে সাব-ঠিকাদার মোঃ ইউনুছ নামে এক ব্যক্তি কাজটি কিনে নেন। 
  সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে সড়কটির নির্মাণ কাজ শুরু করা হয়। প্রথম দিকে ভালো মানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হলেও ঈদের পর গত মঙ্গলবার নিম্নমানের ইট এনে সড়কে ফেলা হয়। তা দেখে এলাকাবাসী নির্মাণ কাজ বন্ধ করে দেয়। 
  স্থানীয় বাসিন্দা রোস্তম আলী বিশ্বাস বলেন, আমরা দেখেছি পুরাতন নষ্ট ইট এবং কিছু পোড়া মাটিও আনা হয়েছে সড়কটি নির্মাণের জন্য। আদলা ইট ফেলে রোলার দিয়ে ডলা দিলেই গুড়ো হয়ে যাচ্ছে ইট। কোন প্রকার ইটের খোয়া ফেলা হয়নি। হাত দিয়ে ডলা দিলেই ভেঙ্গে যাচ্ছে ইট। এই ইট দিয়ে রাস্তা করলে তা টিকবে না। দু’এক মাসের মধ্যেই ভেঙ্গে যাবে।
  সজীব খান নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, বিভিন্ন ভাটায় পড়ে থাকা অতি নি¤œমানের ইট এবং মানুষের ঘর ভাঙ্গা ইট এনে রাস্তা করার চেষ্টা করছিল ঠিকাদারী প্রতিষ্ঠান। আমরা এলাকাবাসী বাঁধা দেওয়ার পর বর্তমানে কাজটি বন্ধ আছে। এরপরও বিভিন্ন ফাঁক-ফোকর দিয়ে তারা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। 
  সাব-ঠিকাদার মোঃ ইউনুছ বলেন, ভুলক্রমে নিম্নমানের ইট আনা হয়েছে। আমরা ভালো মানের ইট এনে পুনরায় কাজ শুরু করবো।
  এ ব্যাপারে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ বলেন, সড়কটি নির্মাণ কাজ শুরুর পর আমি গিয়ে দেখতে পাই নিম্নমানের ইট দিয়ে নির্মাণ কাজ চলছে। বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানোর পর তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল ভালো মানের ইট দিয়ে কাজ করবে। এর আগে আমি নিজে এক গাড়ী পুরাতন ইট ফেরত পাঠিয়েছি। আবারও সংবাদ পেয়েছি তারা পুরাতন ইট দিয়ে ঈদের পর থেকে কাজ করার চেষ্টা করছে। বিষয়টি আমি উপজেলা প্রকৌশলীকে জানাবো।
  উপজেলা প্রকৌশলী জাকির হাসান বলেন, বিষয়টি জানার পর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পুরাতন নষ্ট ইট অপসারণ করে নতুন ইট আনার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে। তারা নতুন ইট আনবে, তারপর কাজ শুরু হবে। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ