ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী সিআইডি’র অভিযানে জেকা বাজারের মূল প্রতারক জাবের ফরিদপুর থেকে গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-১৬ ১৪:৫৩:০৪

রাজবাড়ীর শহরের পান্না চত্ত্বর এলাকার নান্নু টাওয়ারে আলীশান অফিস খুলে ২০ হাজার গ্রাহকের কাছ থেকে ৫০ কোটি টাকা হাতিয়ে নেয়া কথিত ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজার এর মূল প্রতারক জাবিউল্লাহ জাবেরকে গ্রেফতার করেছে সিআইডি। 
  গতকাল ১৬ই জুলাই বিকালে রাজবাড়ী সিআইডি’র একটি টিম ফরিদপুর শহরের আলীপুর এলাকায় আত্মগোপনে থাকা জাবেরকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সিআইডি’র পরিদর্শক মোঃ জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 
  উল্লেখ্য, চটকদার প্রলোভনে প্রলুদ্ধ হয়ে জাবেরের ভুয়া প্রতিষ্ঠানে বিনিয়োগ করা গ্রাহকরা ১০ মাসের বেশী সময় ধরে বিনিয়োগকৃত অর্থ ফেরতের জন্য মানববন্ধনসহ বিভিন্নভাবে চেষ্টা করে আসছে। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ