ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
রাজবাড়ীতে ২দিনের গণিত ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৭-১৭ ১৭:০৬:৫০
আর্যভট্ট গণিত পাঠশালার আয়োজনে গত ১৫ ও ১৬ই জুলাই রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

আর্যভট্ট গণিত পাঠশালার আয়োজনে গত ১৫ ও ১৬ই জুলাই রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান কর্মশালা অনুষ্ঠিত হয়। 
  এতে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম ও সৈয়দ সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। 
  কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গণিত ও বিজ্ঞানের ভীতি দূর করে আনন্দের সাথে শেখা। প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাবি’র শিক্ষার্থী মাজেদুর রহমান, বুয়েটের শিক্ষার্থী রাহাত, আইইউটি’র শিক্ষার্থী জুনায়েদ ও কৃবি’র শিক্ষার্থী সজীব। কর্মশালার দ্বিতীয় দিন ক্লাস পরবর্তী গণিত বিষয়ক আনন্দদায়ক বিভিন্ন গেম পরিচালনা করা হয় এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। 
  উল্লেখ্য, আর্যভট্ট গণিত পাঠশালা প্রতিশুক্রবার রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে গণিত ও অন্যান্য অলিম্পিয়াডের ক্লাস পরিচালনা করে থাকে।

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে সাইবার নিরাপত্তা সংক্রান্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ