ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় দুইদিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু
  • মোক্তার হোসেন/শামীম হোসেন
  • ২০২২-০৭-১৮ ১৫:৪৯:৫০

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৮ই জুলাই দুইদিন ব্যাপী জাতীয় ফল মেলা-২০২২ শুরু হয়েছে। 
  এ উপলক্ষে পাংশা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলের প্রদর্শনী ও উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
  আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ জাতীয় ফল মেলার প্রদর্শনী পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ