ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী বড় বাজার ও সদর উপজেলার মাটিপাড়া বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১৯শে জুলাই অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে রাজবাড়ী বড় বাজারের পান বাজার এলাকার সুজন স্টোরকে ১হাজার টাকা ও মানিক স্টোরকে ৫শত টাকা এবং বিধি মোতাবেক ওষুধ বিক্রি না করার দায়ে মাটিপাড়া বাজারের মোল্লা ফার্মেসীকে ২হাজার টাকা ও শেখ ফার্মেসীকে ১হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।