পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের একটি দোকান থেকে নিষিদ্ধ ঘোষিত ২৫ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ ও দোকানীকে ১৫শত টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ১৯শে জুলাই রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।