ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
নানা কর্মসূচির মধ্য দিয়ে পাংশা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৭-২২ ১৪:৫৩:৩৯
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ উপলক্ষে পাংশা উপজেলায় গত বৃহস্পতিবার র‌্যালী বের করা হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ৮০০ কোটির পৃথিবী ঃ সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২১শে জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ পালিত হয়েছে। 
  এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা এবং পরিবার পরিকল্পনা বিভাগের কাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।
  অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানাৎ আল মতিন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া বেগম, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষ, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান এ আল মামুন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম(বুড়ো) ও মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিক প্রমূখ উপস্থিত ছিলেন।
  অনুষ্ঠানে ৬টি ক্যাটাগরির মধ্যে পাংশা পৌরসভার পরিবার কল্যাণ সহকারী হাসিনা খাতুন, মৌরাটের পরিবার কল্যাণ পরিদর্শিকা রেহেনা পারভীন, সরিষার এসএসিএমও সমীর কুমার কুন্ডু, মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মৌরাট ইউনিয়ন পরিষদকে ক্রেস্ট উপহার ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ