ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বানীবহ ইউনিয়ন কৃষক লীগের সম্মেলনে আংশিক কমিটি ঘোষণা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৭-২৩ ১৫:০৩:৩৮
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল ২৩শে জুলাই বিকালে ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বক্তব্য রাখেন এবং প্রধান বক্তা ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল ২৩শে জুলাই বিকালে বানীবহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
  বানীবহ ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক আঃ শুকুর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, প্রধান বক্তা হিসেবে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খান, যুগ্ম-আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, অন্যান্যের মধ্যে আব্দুল হক মন্ডল দারোগ আলী, সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নেফাজ উদ্দিন, সহ-সভাপতি রাজু আহমেদ, দেওয়ান ফিরোজ ও আব্দুল মতিন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। 
  প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বানীবহ ইউনিয়নে লতিফ ভাই মারা যাওয়ার পরে আজকেই সবচেয়ে বেশী লোক উপস্থিত হয়েছে। এত সুন্দর একটি আয়োজন করার জন্য সদর উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। কৃষক লীগ আওয়ামী লীগের অন্যতম সহযোগী একটি সংগঠন। আওয়ামী ও সহযোগী সংগঠন যত শক্তিশালী হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতও বেশী শক্তিশালী হবে। সে জন্য নেতৃত্বে যারা আসবে তাদেরকে সংগঠনের জন্য কাজ করতে হবে। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। আমাদের দেশ কৃষি প্রধান। দেশের শতকরা ৮০ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত। কোনো জমি অনাবাদী রাখা যাবে না। বিএনপি আমলে মানুষ সার পায় নাই। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে বলে কৃষক তার প্রয়োজন অনুযারী সার পাচ্ছে। আজকে দেশের যে অর্জন তার সবকিছুই শেখ হাসিনার সরকারের অর্জন। আওয়ামী ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।
  প্রধান বক্তার বক্তব্যে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ কৃষক লীগ বিভিন্ন সময়ে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সহযোগী সংগঠন যত বেশী শক্তিশালী হবে মূল দলও তত শক্তিশালী হবে। আমার প্রিয় নেতা এমপি কাজী কেরামত আলী এখানে উপস্থিত আছেন। আমি তাকে বলবো আপনি আওয়ামী লীগের পাশাপাশি সহযোগী সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য তাদের মধ্য থেকেও উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান-মেম্বার প্রার্থী দেন-যেন তারা তাদের যোগ্যতা যাচাই করতে পারে। আপনার কাছে অনুরোধ থাকবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পাশাপাশি অবহেলিত কৃষক লীগের নেতাকর্মীদের মাধ্যমেও কিছু কাজ করার। এতে তৃণমূলের কৃষক লীগ যেমন শক্তিশালী হবে, তেমনি আওয়ামী লীগও শক্তিশালী হবে।
  সম্মেলনে ফজলুর রহমানকে সভাপতি, আব্দুর রশিদ মিয়াকে সহ-সভাপতি, আঃ শুকুর মোল্লাকে সাধারণ সম্পাদক, অরুণ কুন্ডু ও আঃ ছালামকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আবুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বানীবহ ইউনিয়ন কৃষক লীগের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। তারা পরবর্তীতে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করবেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ