ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
ভ্রাম্যমাণ আদালতে বালিয়াকান্দির চারটি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৭-২৫ ১৫:৩৮:৩২

পরিবেশ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  গতকাল ২৫শে জুলাই দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 
  অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং ঝুঁকিপূর্ণভাবে সরাসরি মেডিকেল বর্জ্য ফেলে পরিবেশ দূষণের দায়ে বালিয়াকান্দির শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, বালিয়াকান্দি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, সেবা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং পপুলার মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
  পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনিরসহ পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ