রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ সৈয়দ রফিকুছ সালেহীন(৮৫) আর নেই।
দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর গতকাল ২৫শে জুলাই সকাল সাড়ে ৮টার দিকে তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিকাল সাড়ে ৫টায় রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ সংলগ্ন ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে তার মরদেহ মুরগীর ফার্ম এলাকার ১নং পৌর কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, মরহুমের বড় ভাই এস.টি.এস মাহমুদ ও ছেলে সৈয়দ সালেহীন পাপন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
তারা মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বলেন, তিনি একজন ভালো মানুষ ও পরিচ্ছন্ন রাজনীতিক ছিলেন। দুঃসময়ে দলের নেতৃত্ব দিয়েছেন। আইনজীবী হিসেবেও তিনি সফল ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। এছাড়াও তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ মন্ডল, জেলা প্রশাসনের এনডিসি মোঃ সাইফুল হুদা, জজ কোর্টের পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ এটিএম মোস্তফা মিঠু, রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারক, আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।
জানাযার নামাজে ইমামতি করেন জেলা ইমাম কমিটির সাবেক সভাপতি আলহাজ¦ মাওলানা মোঃ নুরুল আলম। জানাযা শেষে তার মরদেহ শহরের নতুন বাজার সংলগ্ন পৌরসভার ১নং কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের আগে বিকাল সাড়ে ৪টার দিকে মরহুমের মরদেহ জেলা বার এসোসিয়েশন ভবন প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে জেলা বার এসোসিয়েশন, আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বামপন্থী গণতান্ত্রিক আইনজীবী পরিষদ ও সাধারণ আইনজীবী পরিষদের পক্ষ থেকে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এরপর মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জেলা আওয়ামী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী পৌর আওয়ামী, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা যুবলীগ, জেলা কৃষক লীগ, সদর উপজেলা কৃষক লীগ, জেলা শ্রমিক লীগসহ অন্যান্যদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা ও এডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাবেক সাবেক সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, হেদায়েত আলী সোহ্রাব, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান শরীফ, সাধারণ সম্পাদক ও আলীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শওকত হাসান, জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মরহুমের বাড়ীতে গিয়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা ও জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
রাজবাড়ী জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট হাবিব হেনা বলেন, এডঃ সৈয়দ রফিকুছ সালেহীন ১৯৬৫ সালে আমার পিতা প্রয়াত এডভোকেট আব্দুর রউফ ও তার পুত্র এডভোকেট আবু হেনা’র জুনিয়র হিসেবে পেশাগত জীবন শুরু করেন। ১৯৭৮ তিনি যখন বারের সেক্রেটারী ছিলেন আমি রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনে(সাবেক গোয়ালন্দ মহকুমা) আইনজীবী সমিতিভুক্ত সদস্য হই তার হাত দিয়ে। তিনি ছিলেন আমার বড় ভাই এডভোকেট আবু হেনার বন্ধু। তার সাথে আমাদের পরিবারের ঘনিষ্ঠতা ছিল। তাকে বড় ভাইয়ের মতই জানতাম। তার চলে যাওয়াতে আমি একজন বড় ভাইকে হারালাম। মহান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে জান্নাতবাসী করুন,আমীন।
উল্লেখ্য, মরহুম এডঃ সৈয়দ রফিকুছ সালেহীন জেলা আওয়ামী লীগ ও জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মৃদুভাষী, সজ্জন ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে তার সুখ্যাতি ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ স্বজন-সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন।