ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
পাংশায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ সেবা প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৭-২৬ ১৫:০১:৫৮

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে গতকাল ২৬শে জুলাই মৎস্য চাষীদের বিশেষ সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। 
  এ উপলক্ষে উপজেলার বাবুপাড়া ইউপির ভুরকুলিয়া গ্রামে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানির পিএইচ পরীক্ষা করা হয়।
  জানা যায়, গতকাল রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর চতুর্থ দিনে ভুরকুলিয়া গ্রামে সমবেত ৩১ জন মৎস্যচাষীর ১২৮টি পুকুরের পানির পিএইচ পরীক্ষা করা হয়। একই সাথে মৎস্যচাষ বিষয়ক পরামর্শ প্রদান করা হয় সেখানে।
  এ সময় পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) খোন্দকার আবু বকর সিদ্দিক, গোয়ালন্দের সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সম্পা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নির্বাচনে শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো--স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডঃ নেকবর হোসেন মনি
পাংশার নাদুরিয়ায় উপজেলা চেয়াম্যান প্রার্থী সাইফুল ইসলাম বুড়ো’র নির্বাচনী পথসভা
গোয়ালন্দে অভিযান সত্বেও থামছে না বেপরোয়া মাটি ও বালি ব্যবসায়ী চক্র
সর্বশেষ সংবাদ