ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ জাল ধ্বংস॥১জন জেলের জরিমানা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৭-২৬ ১৫:০৬:২১

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গতকাল ২৬শে জুলাই রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীতলা এলাকায় পদ্মা নদীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১০০টি চায়না দুয়ারী ও ৩০০ মিটার বেড়জাল ধ্বংস এবং ১জন জেলেকে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু’র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামালসহ মৎস্য বিভাগের কর্মচারীগণ এবং পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
  সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব জানান, অভিযানকালে আটককৃত ১জন জেলেকে ৩হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত অবৈধ জাল নদীর পাড়ে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত জালের সাথে থাকা রড নিলামে ২হাজার টাকায় বিক্রি করা হয়। 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ