রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান গতকাল ২৬শে জুলাই রাজবাড়ী জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় কারারক্ষীদের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা ও নবাগত জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম উপস্থিত ছিলেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট কারাগার পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এছাড়াও কারাবন্দীদের সৃজনশীল কর্মের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানের উদ্দেশ্যে কারা কর্তৃপক্ষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত বই উপহার হিসেবে প্রদান করেন।