ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
বালিয়াকান্দির বহরপুর বাজারে অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৭-২৬ ১৫:১৪:২৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। 
  গতকাল ২৬শে জুলাই দুপুর ১টার দিকে বহরপুর বাজারের খান মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তুলা, বৈদ্যুতিক সরঞ্জাম, ডেকোরেটর ও অটোরিক্সা মেরামতের দোকানসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 খান মার্কেটের মালিক মনছুর আলী খান বলেন, তুলার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে বাজারের দোকানীরাসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এনে আগুন নিয়ন্ত্রণে আনে।
  বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী জানান, আমরা খবর পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি। 
  ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে। এখনই ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। 

 

কালুখালীর সাওরাইলে দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
রাজবাড়ীতে হাসপাতালে দ্বিগুণ রোগী॥হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ
বালিয়াকান্দিতে টিউবওয়েল আছে পানি নেই॥বিপর্যস্ত জনজীবন