রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দুর্গম কুশাহাটা চরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সীর উদ্যোগে একটি স্কুল নির্মাণ করা হচ্ছে। গতকাল ২৮শে জুলাই দুপুরে কুশাহাটা চরে মৎস্য বিভাগের একটি অনুষ্ঠানে যাওয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ স্কুলের জায়গাটির মাটি ভরাট কাজ পরিদর্শন করেন।