জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গতকাল ২৮শে জুলাই সকালে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুর্গম কুশাহাটা চরের মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, অন্যান্যের মধ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ রেজাউল শরীফ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক রায়হান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম, আব্দুল গফফার ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য চম্পা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় মৎস্যজীবীদের সরকারী নিষেধাজ্ঞার সময় নদীতে না নামা ও নিষিদ্ধ জাল ব্যবহার না করার আহ্বান জানানোসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এছাড়াও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ মৎস্য খাতের অগ্রগতি, সাফল্য, উৎপাদন, প্রজননসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।