ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে গোধুলী বিনোদন কেন্দ্রে ছুটির দিনে দর্শনার্থীদের ভিড়
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৭-২৯ ১৪:২৯:১১
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়ায় নির্মিত গোধুলী বিনোদন কেন্দ্রে গতকাল শুক্রবার বিকালে ছুটির দিনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়ায় নির্মিত গোধুলী বিনোদন কেন্দ্রে ছুটির দিনে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে।
  গতকাল ২৯শে জুলাই শুক্রবার বিকালে সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এ সময় দেখা যায়, অনেকে স্ত্রী, সন্তান নিয়ে ঘুরতে এসেছে। আবার কেউ কেউ পুকুরে রঙ্গিন মাছের খাবার দিচ্ছে।
শুক্রবার ছুটির দিন। ঘুরতে যওয়ার বায়না ধরায় তিন বছরের ছোট্ট মেয়ে ছোহাকে নিয়ে গোধুলী বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছেন মোঃ সুলতান মাহমুদ। পার্কে ঘোরাঘুরি শেষে ফিরে যাওয়ার সময় তার সাথে আলাপকালে তিনি বলেন, গোয়ালন্দে ঘোরার মত তেমন কোন জায়গা নেই। মেয়ে সকাল থেকেই বায়না ধরে আছে ঘুরতে যাবে তাই নিয়ে এলাম। এখানে পুকুরে রঙ্গিন মাছে দেখে মেয়েসহ আমি অনেক আনন্দ পেয়েছি। তিনি আরও জনান, এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি। কাজ শেষ হলে জায়গাটা আরও সুন্দর হবে।
  গোধুলী বিনোদন কেন্দ্রের বিদেশী রঙ্গিন মাছের খাবার দেয়া ও দর্শনার্থীদের দেখভালের দায়িত্বে থাকা মোঃ শেখ সবুজ বলেন, ছুটির দিন শুক্রবার ও শনিবার শুধু নয় সপ্তাহের প্রতিটি দিনই এ বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় জমে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকে। বর্তমানে পার্কে কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে বিনোদন কেন্দ্রটি গোয়ালন্দসহ বাইরে থেকে আসা দর্শনার্থীদের মনের খোরাক মিটাবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ