“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সভা কক্ষে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আব্দুল মান্নাফ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা স্বপন কুমার বসাক ও বালিয়াকান্দি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আলীম আল রাজী প্রমূখ বক্তব্যে রাখেন। এ সময় মৎস্য চাষী ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।