ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সমাপ্ত
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৭-২৯ ১৪:৩১:০৬
পাংশা উপজেলায় গতকাল শুক্রবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৯শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) খোন্দকার আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বক্তব্য রাখেন। 
  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোয়ালন্দের সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সম্পা রানী সরকার ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে সাংবাদিক সেলিম মাহমুদ, মৎস্য দপ্তরের হাবাসপুর ইউপির লিফ সোহরাব হোসেন, কলিমহর ইউপির লিফ আনিসুর রহমান, মৌরাট ইউপির লিফ ফজলুল হক ও বাহাদুরপুর ইউপির লিফ আব্দুল মান্নানসহ মৎস্য চাষী ও মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ