কলেজ পড়ুয়া তিনটি কন্যা সন্তানকে নিয়ে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন যাপন করছে হারুন-অর রশিদ নামের এক অসহায় বাবা।
তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের টেংরাপাড়া গ্রামের বাসিন্দা।
সরেজমিন আলাপকালে হারুন অর রশিদ জানান, গোয়ালন্দ টেক্সটাইল মিলে চাকরী করতেন তিনি। ভালোই চলতো তাদের ৫ সদস্যের সংসার। প্রায় ২০ বছর আগে মিলটি বন্ধ হয়ে গেলে সংসার চালাতে দিশেহারা হয়ে পড়েন তিনি। কিছুদিন পর তিনি স্ট্রোক করে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ঘরে পড়ে যান। মানুষের সাহায্য-সহযোগিতায় কোন মতে সংসার চলতে থাকে। এ অবস্থার মধ্যে কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান। এতে করে তারা আরো অসহায় হয়ে পড়েন।
বর্তমানে কলেজ পড়ুয়া তিন কন্যা সন্তান নিয়ে জরাজীর্ণ একটি ঘরের মধ্যে খেয়ে না খেয়ে তাদের দিন চলে। একটু বৃষ্টি হলে ঘরের ভাঙা চালা দিয়ে ভিতরে পানি পড়ে সব ভিজে যায়। তীব্র শীত-গরমে ঘরের মধ্যেও তারা দুর্ভোগ থাকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি ঘরের দাবি জানাচ্ছি। ঘরটি পেলে শেষ বয়সে একটু শান্তিতে বসবাস করতে পারতাম। মরার আগে মেয়েদের অন্তত একটা আশ্রয়স্থলে রেখে যেতে পারতাম।
প্রতিবেশী পান্নু বিশ্বাস ও নাজমা বেগম বলেন, হারুন-অর রশিদ একজন চরম অসহায় মানুষ। তার মতো অসহায় লোক এই ইউনিয়নে আর আছে কিনা সন্দেহ। তিনি প্রায় ১০ বছর হলো প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছে। কোন কাজকর্ম করতে পারেন না। খেয়ে না খেয়ে তাদের দিন চলে। আমরা মাঝে মধ্যে মানুষের কাছ থেকে সহযোগিতা চেয়ে এনে তাদের দেই। তার একটু বসতভিটা থাকলেও সেখানে বসবাসের উপযোগী কোন ভালো ঘর নেই। জরাজীর্ণ ঘরে বিবাহযোগ্য তিনটি মেয়েকে নিয়ে তিনি মানবেতরভাবে বসবাস করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি এই অসহায় পরিবারটিকে যেন একটি ঘর দেওয়া হয়।
ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন বলেন, নতুন করে ঘরের বরাদ্দ এলে তালিকায় হারুন অর রশিদের নাম দেয়া হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, আমরা আগামীতে যাচাই-বাছাই করে চেষ্টা করবো ওই পরিবারটিকে একটি ঘরের ব্যবস্থা করে দিতে।