রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের ভ্রাম্যমান আদালত গতকাল ৩১শে জুলাই দুপুরে গোয়ালন্দ বাজারে ওষুধের ফার্মেসী, বিভিন্ন দোকানের লাইসেন্স, পণ্যের গুনগতমান, প্রস্তুত ও মেয়াদোত্তীর্ন তারিখ যাচাই বাছাই করে। এ সময় বেবী ফার্মেসীর ড্রাগ লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় ওষুধ আইন ১৯৪০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি বলেন জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।