ঢাকা রবিবার, মে ৫, ২০২৪
গোয়ালন্দের পদ্মায় নদী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ॥পুড়িয়ে ধ্বংস
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-০৩ ১৬:৫৩:১২
ভ্রাম্যমাণ আদালত গতকাল ৩রা আগস্ট বিকালে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বেতকা রাখালগাছী এলাকায় পরিচালনা করে ৫৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আটকের পর অন্তারমোড়ে নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে গতকাল ৩রা আগস্ট বিকালে পদ্মা নদীর দেবগ্রাম ইউনিয়নের বেতকা রাখালগাছী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
  এ সময় ৫৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং সাড়ে ৬ কেজি ওজনের ১টি বাউশ মাছ (বাইম মাছ জাতীয়) উদ্ধার করা হয়। পরে জব্দকৃত দেড় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল অন্তারমোড় এলাকায় নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত বাউশ মাছটি ছোট ভাকলা ইউনিয়নের এলাইল ফোরকানীয়া হাফিজিয়া মাদ্রাসায় প্রদান করা হয়। 
  গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল শরীফসহ মৎস্য বিভাগের স্টাফ ও দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।  

পাংশা উপজেলায় ভোট ৮ই মে॥চলছে জমজমাট প্রচারণা॥আলোচনায় চেয়ারম্যান প্রার্থী বুড়ো-ওদুদ
বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
সর্বশেষ সংবাদ