রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি ফুলবাড়ী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়রা নামে ২বছরের একটি কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল ৪ঠা আগস্ট বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হুমায়রা পাইককান্দি ফুলবাড়ী গ্রামের ফরহাদ শেখের মেয়ে।
জানা গেছে, নিজ বসতবাড়ীর আঙিনায় খেলা করার সময় শিশু হুমায়রা নীচু হয়ে থাকা রান্নাঘরের বৈদ্যুতিক লাইনে হাত দেয়। লাইনের তারে লিকেজ ও ভেজা থাকায় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।