ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
ভিক্ষার টাকা কেড়ে নেয়ার সময় বাঁধা দেয়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে খুন করা হয়
  • আবুল হোসেন/মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-০৪ ১৪:৪২:৩২
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ তৈয়ব পেয়াদা হত্যা মামলায় গত ৩রা আগস্ট রাতে সাঈদ ফকিরকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ভিক্ষার টাকা কেড়ে নেয়ার সময় বাঁধা দেয়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ তৈয়ব পেয়াদা (৭০)কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। 
  গত ৩রা আগস্ট রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া হত্যাকারী সাঈদ ফকির(৩৫) এই মর্মে স্বীকারোক্তি দিয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছর উদ্দিন সরদার পাড়ার চেনেরদ্দিন ফকিরের ছেলে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক গোয়ালন্দ কলেজপাড়ার একটি ঝোপের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। 
  গত ৭ই মে সকালে গোয়ালন্দের এফ.কে টেকনিক্যাল কলেজের বারান্দা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ তৈয়ব পেয়াদার রক্তাক্ত লাশ উদ্ধার হয়। পরে নিহতের ছেলে মামুন পেয়াদা বাদী হয়ে অজ্ঞাত আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঝালকাঠি জেলার নলছটি উপজেলার দক্ষিণ ডোবরা গ্রামের বাসিন্দা তৈয়ব পেয়াদা ঘটনার প্রায় ৩মাস আগে বাড়ী থেকে বের হয়। 
  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ তদন্ত করতে থাকে। গত বুধবার রাতে গোয়ালন্দের মইজদ্দিন মন্ডলের পাড়া থেকে সাঈদ ফকিরকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত ধারালো চাকুটি কলেজ পাড়ার একটি ঝোপের মধ্য থেকে উদ্ধার করা হয়।
  গ্রেফতারকৃত সাঈদ ফকির জানিয়েছে ভিক্ষার টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দেয়ায় সে ছুরিকাঘাত করে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ তৈয়ব পেয়াদাকে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় চাকুটি ছুড়ে ফেলে দেয়।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ