ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দিতে একই রাতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়ীসহ দুই বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২২-০৮-০৫ ১৪:৩২:২১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ডাকাতির মহোৎসব শুরু হয়েছে। প্রায় প্রতি রাতেই ঘটছে ডাকাতি ও দস্যুতার ঘটনা। 
  একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও ডাকাতরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এতে উপজেলার সাধারণ মানুষের মাঝে চরম ডাকাত আতঙ্ক বিরাজ করছে। 
  জানা গেছে, গত ৩রা আগস্ট দিনগত রাত দেড়টার দিকে বালিয়াকান্দি উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস ও সৈয়দ মঞ্জুরুল হকের বাড়ীতে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে বাড়ীর সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুণ্ঠন করে নিয়ে যায়। ডাকাতদের বাঁধা দিলে মঞ্জুরুল হকের বাড়ীতে ২জনকে মারধর করা হয়েছে। 
  উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস জানান, গত বুধবার রাতে নবাবপুর ইউপির বলদাখালের গ্রামে তার বাড়ীতে দরজা ভেঙ্গে ১৫/২০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় আমি কোনো উপায় না পেয়ে আলমারির চাবি দিয়ে দিই। তারা তালা খুলে ৪০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার, ঘরে থাকা সকলের মোবাইল ফোন নিয়ে যায়। পরে সকালে মোবাইল ফোনগুলো বাড়ির পাশে শুকনা খালের জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। 
  একই রাতে পাশের সৈয়দ মঞ্জুরুল হকের বাড়ীর গ্রিলের দরজার তালা ভেঙে ডাকাতেরা ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৪৪ হাজার টাকা ও ১ভরির স্বর্ণের চেইনসহ স্বর্ণালঙ্কার লুণ্ঠন করে। ডাকাতরা ওই বাড়ীতে রুবেল হোসেন ও বেড়াতে আসা অতিথিদের গাড়ির ড্রাইভার ভোলার লালমোহন উপজেলার মুজিবনগর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসকে বেধড়ক মারপিট করে চোখ বেঁধে ফেলে রেখে যায়। 
  ডাকাতির খবর পেয়ে গত ৪ঠা আগস্ট সকালে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন সাহা ও বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। 
  এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে এসেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
  উল্লেখ্য, সম্প্রতি রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের হুলাইল ব্রিজের কাছে সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি, বালিয়াকান্দি-মধুখালী সড়কের ডাবরার ব্রিজের কাছে ও জামালপুর সুফি মিয়ার পুরনো বাড়ির কাছে সড়কে ডাকাতি, বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে গত ১লা আগস্ট দিনগত গভীর রাতে অভিনব কায়দায় ডাকাতির ঘটনাসহ আরো কয়েকটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ রাতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। 

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ