ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
পাংশায় সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৮-০৫ ১৪:৪১:৫৪
পাংশায় গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ৫ই আগস্ট বিকেলে সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
  পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের পৃষ্ঠপোষক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান বক্তব্য রাখেন।
  তিনি বলেন, পাংশার নবীন ও প্রবীণ লেখকদের সমন্বয়ে সাহিত্য চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। স্কুল কলেজের শিক্ষার্থীদের সাহিত্য চর্চায় উৎসাহিত করতে হবে। সামাজিক অবক্ষয় রোধে সাহিত্য চর্চার গুরুত্ব অপরিসীম। সাহিত্য উন্নয়ন পরিষদের লেখক-লেখিকারা নতুন নতুন কবিতা ও গল্প লিখে সৃজনশীলতার অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন। তিনি সাহিত্য উন্নয়ন পরিষদের বার্ষিক সাহিত্য সম্মেলনে ম্যাগাজিন প্রকাশের গুরুত্বারোপ করেন।
  সভায় অধ্যক্ষ এসএম কায়কোবাদ, শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, এবাদত আলী শেখ, ষড়জিৎ বিষ্ণু শ্যাম, মোঃ সহিদুর রহমানসহ লেখক লেখিকাবৃন্দ কবিতা আবৃত্তি করেন।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ