ঢাকা রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
পাংশায় পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ২জন গ্রেফতার
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৮-০৭ ১৪:৩৭:৫০
পাংশা থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযানে চোরাই মোটর সাইকেলসহ ২জনকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৬ই আগস্ট রাতে পাংশা পুরাতন বাজারে বিশেষ অভিযান চালিয়ে ১টি চোরাই মোটর সাইকেলসহ ২জনকে গ্রেফতার করেছে। 
  গ্রেফতারকৃতরা হলো ঃ পাংশা পৌরসভার পশ্চিম কুড়াপাড়া গ্রামের মৃত রহমত মিয়ার ছেলে শাহিদুল মিয়া(৩৩) ও সত্যজিৎপুর গ্রামের মজনু মন্ডলের ছেলে সাগর মন্ডল(১৮)।
  জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এস.আই এনছের আলী ও এস.আই মোঃ মাহবুবুল আলমসহ সঙ্গীয় পুলিশ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে পাংশা পুরাতন বাজারের বটতলা হৃদয় প্রামানিকের ফলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে লাল-কালো রঙের এ্যাপাসি-আরটিআর প্লেটে লিখিত রেজিঃ নম্বর গোপালগঞ্জ-ল-১১-০৮২৩ এর ১টি চোরাই মোটর সাইকেলসহ তাদের আটক করে।
  এ ঘটনায় এস.আই এনছের আলী বাদী হয়ে শাহিদুল মিয়া ও সাগর মন্ডলকে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৩, তাং-০৭/০৮/২০২০ খ্রিঃ, ধারাঃ ৩৭৯/৪১১ পেনাল কোড। আসামীদের গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  এস.আই এনছের আলী জানান, ধৃত আসামীদের দেওয়া তথ্যমতে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। মোটর সাইকেল চোর চক্রের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিমকে এসবিতে বদলি
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পুলিশ সুপারের বাণী
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পুলিশ সুপারের শুভেচ্ছ বাণী
সর্বশেষ সংবাদ