রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডঃ আসলাম মিয়া স্টমাকে ইনফেকশনে অসুস্থ হয়ে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এডঃ আসলাম মিয়ার ভাতিজা আরেফিন আরিফ জানান, গত বৃহস্পতিবার তার স্টমাকে ইনফেকশন ধরা পড়ে। অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার চরখানখানাপুর এলাকার বাসিন্দা এডঃ আসলাম মিয়া সুপ্রীম কোর্টের একজন আইনজীবী। তিনি কেন্দ্রীয় কৃষক দলও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথেও সম্পৃক্ত রয়েছেন।