ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
কালুখালীর মাঝবাড়ী ইউপিতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২২-০৮-০৭ ১৪:১৩:০৯
কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন পরিষদে গতকাল ৭ই আগস্ট বিকালে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন পরিষদে গতকাল ৭ই আগস্ট বিকালে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 
  মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট বিট অফিসার কালুখালী থানার এসআই মোঃ এলাহী, মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আদম আলী ও আক্তারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। 
  সভায় বিট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। 
   কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে বিট পুলিশিং সভা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সহজেই পুলিশী সেবা পাচ্ছে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ