রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন পরিষদে গতকাল ৭ই আগস্ট বিকালে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট বিট অফিসার কালুখালী থানার এসআই মোঃ এলাহী, মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আদম আলী ও আক্তারুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বিট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিতভাবে বিট পুলিশিং সভা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা সহজেই পুলিশী সেবা পাচ্ছে।