রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্যের ৪টি পদে ৮ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যের ১টি পদে ২ জন এবং শিক্ষক প্রতিনিধি সদস্যের ২টি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে মুরাদ বিশ্বাস, কাশেম শেখ, আব্দুল আজিজ ও হারান চন্দ্র রায়, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বৃষ্টি রাণী বিশ্বাস এবং শিক্ষক প্রতিনিধি সদস্য পদে রেজাউল মোল্লা ও সুইট রায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার এবং সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মিয়াদ হোসেন।
এছাড়া নির্বাচন চলাকালে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন।