এটিএন বাংলা ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এবং রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তীর বিরুদ্ধে জয়দেব কর্মকার গং কর্তৃক বিভিন্ন দপ্তরে দাখিলকৃত ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহারের দাবীতে রিপোর্টার্স ক্লাবের আয়োজনে গতকাল ১১ই আগস্ট সকাল সাড়ে ১০টায় শহরের মিলেনিয়াম-২ মার্কেটের সামনে মানববন্ধন পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক স্রোতের সম্পাদক জুলফিকার আলী, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির হোসেন, বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান লিটন, রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সুমন কুুমার বিশ্বাস, গোয়ালন্দ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হোসেন, সাংবাদিক শামীম শেখ, মাসুদ রেজা শিশির ও মোঃ শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ভোলা মাস্টারের পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদ ও বাস্তব চিত্র তুলে ধরায় জয়দেব কর্মকার গং কর্তৃক সাংবাদিক লিটন চক্রবর্তীর বিরুদ্ধে থানাসহ বিভিন্ন দপ্তরের দেয়া ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রত্যাহারের দাবী জানান।