জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৮ই আগস্ট সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ শীর্ষক আলোচনা সভা ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আসলাম মোল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, শিপ্রা গোস্বামী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা হোসেন। বক্তাগণ বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ছিলেন একজন মহীয়সী নারী। তিনি বঙ্গবন্ধুকে সার্বক্ষণিক অনুপ্রেরণা দিয়েছেন। তার আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।