রাজবাড়ী ডিবি’র অভিযানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ১৪০ পিস ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে।
গতকাল ১৩ই আগস্ট দুপুরে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে রাজবাড়ী ডিবি’র একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- দৌলতদিয়া ইউনিয়নের ২নং বেপারী পাড়ার কুববাত শেখের ছেলে ইবাদত শেখ(২২) এবং একই ইউনিয়নের ফেলু মোল্লার পাড়ার কালাম কাজীর ছেলে হাফিজুল কাজী(২৩)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।